গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আলাওলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়
ডাকঘর ঃ আলাওলপুর, উপজেলা ঃ গোসাইরহাট, জেলা ঃ শরীয়তপুর।
সূত্রঃ আলা/ইউপি/গোসাই/শরী- তাং-১২/০৬/২০২৩
অদ্য ১২/০৬/২০২৩তারিখে অনুষ্ঠিত আলাওলপুর ইউনিয়নের ২০২২-২৩ ইং অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচির ৩য় পর্যায়ে প্রকল্প বাছাইয়ের আলোচনা সভার কমিটির সিদ্ধান্তের অনুলিপিঃ-
সভাপতিঃ মোঃ উসমান গনি বেপারী
চেয়ারম্যান
আলাওলপুর ইউনিয়ন পরিষদ
উপস্থিত সদস্যগনের নাম ও পদবী ও স্বাক্ষর
১। মোঃ উসমান গনি বেপারী, চেয়ারম্যান সংশ্লিষ্টরেজিঃ স্বাক্ষরিত
২। বিউটি বেগম, মহিলা সদস্য ”
৩। আরফিনা আক্তার তুলি, মহিলা সদস্য ”
৪। রানী বেগম মহিলা সদস্য ”
৫। সিদ্দিকুর রহমান ইউপি সদস্য ”
৬। মোঃ আমির হোসেন বাবুল হাওলাদার ইউপি সদস্য
৭। আলতাফ হোসেন হাওলাদার ইউপি সদস্য ”
৮। মোঃ রেজাউল কাজী ইউপি সদস্য ”
৯। মোঃ সালাহ উদ্দিন গাজী ইউপি সদস্য ”
১০। ডিএম বিল্লাল দর্জি ইউপি সদস্য ”
১১। মোঃ খাদেম দেওয়ান ইউপি সদস্য ”
১২। মোঃদেলোয়ার হোসেন দর্জি ইউপি সদস্য ”
১৩। আলা উদ্দিন গাজী ইউপি সদস্য ”
১৪। মোঃ আনিছুর রহমান ইউপি সচিব ,,
আলোচ্য বিষয়ঃ ০১। গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর)প্রকল্প দাখিল।
০২। বিবিধ।
অদ্যকার সভায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যগণের সাথে শুভেচ্ছা ্িবনিময় করার পর সভাপতি আসন গ্রহন করেন।
১নং আলোচ্য বিষয়ঃ- অদ্যকার সভায় সভাপতি সাহেব উপস্থিত সদস্যগণের দৃষ্টি আকর্ষণ পূর্বক বলেন যে, ২০২২-২৩ ইং অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) বাবদ ২,১০,০০০/- টাকা বরাদ্দ পাওয়া যায়। সে আলোকে সভাপতি সাহেব সকল সদস্যদের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন এবং গুরুত্বপূর্ন প্রকল্প দাখিল করার জন্য আহŸান করেন। অবশেষে দীর্ঘ আলোচনার পর নি¤েœাক্ত প্রকল্পসমূহ বাছাই করা হয়।
উন্নয়ন প্রকল্প সমূহ
১। ০১নং ওয়ার্ডের গফুর মাষ্টার কান্দি রাজ্জাক সরদারের বাড়ি হইতে কামাল সরদারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মান। বরাদ্দ = ১০০,০০০/-
২। ৭নং ওয়ার্ডের শফি হাওলাদারের বাড়ির নিকট,০২নং ওয়ার্ডের হারুন মান্দের বাড়ির নিকট,০৫নং ওয়ার্ডেরছেনু ঢালীর কান্দি ডেঙ্গু গাজীর বাড়ির নিকট বাশেঁর সাকো নির্মান। বরাদ্দ=১,১০,০০০/-
সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস