রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিতে গিয়ে বিদ্যুৎ খাতে সাফল্যের কথাও তিনি তুলে ধরেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন ৬ হাজার মেগাওয়াটের ওপরে নিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনার জানেন, লোডশেডিং যাতে দিনে দুবার থাকে সে ব্যবস্থা রাখার নির্দেশ আমিই দিয়েছি, সমস্যাটা কী ছিল তা যেন মানুষ ভুলে না যায়। হয়তো সামনে একটু বাড়িয়েও দেব।”
লোডশেডিংয়ের কষ্ট ভুলে যাওয়া ঠিক হবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিমানমন্ত্রী ফারুক খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস