সরকারী জীবন বীমা কপোরেশন ৪৩৮নং শাখা,ডামুড্যা অফিসের মাধ্যমে ঢালী মোঃজামাল ডিসেম্বর২০১৭ এবং জানুয়ারী২০১৮ মাসিক পেনশনের ১৫০০০/- পনের হাজার টাকার চেক পেলেন। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন ৪৩৮ নং শাখার সুযোগ্য উন্নয়ন ম্যনেজার ইনচাজর্ মোঃজিল্লুর রহমান সাহেব,অফিস সহকারি আবু বকর ছিদ্দিক,উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম,শারমিন,রুবিনা ইয়াছমিন ও উক্ত শাখার সম্মানিত গ্রাহক মাহাবুব আলম। মাসিক পেনশনের চেক পেয়ে উক্ত গ্রাহক অনেক খুশি হয়ে দেশবাসিকে সরকারি জীবন বীমার মাধ্যমে পেনশনের আহ্বান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস